এই শ্রাবণে প্রাণ বন্ধু
এসো আমার বাড়ি
প্রেম সোহাগে কদম ফুলে
ভাঙবে যত আড়ি।
মেঘ পাহাড়ে বৃষ্টি সুখে
জুঁই টগরে দেখা
টিপটিপিয়ে ঝমঝমিয়ে
আর থেকো না একা।
খুব গর্মি ঝড়ো হাওয়া
বৃষ্টি ঝিরি ঝিরি
জমা জলের বিল পুকুরে
নাচছে তিরি তিরি।
আম কাঁঠালে কালো জামের
সোহাগ ভরা ঘ্রাণে
মিঠি বন্ধু আদর দেবো
এসো আমার প্রাণে।
বৃষ্টি ধোয়া গাছের পাতা
ভরা নদীর কূলে
হাত বাড়িয়ে হৃদয় ছুঁতে
এসো, যেয়ো না ভুলে।