উৎকণ্ঠাতে সব জীবনই
কখন কি যে হয়
ঘিরে ধরছে আতঙ্ক যে
পাচ্ছে সবাই ভয়।

চলাফেরা কথা বলা
কাজে কর্মে তাই
ন্যায় ও অন্যায় গুলি মারুন
বাঁচতে যেন পাই।

প্রতিবাদের ভাষা অনেক,
আছে অনেক দিক
কোনটা যে ভুল ভাবনা ভয়ে
সবই যেন ঠিক।

ঘুরছে আইন পদানত
ক্ষমতা যার তার
সাধারণ সব ওষ্ঠাগত
জীবনটা আর পার।

কে বাঁচাবে কোথায় যাবে
এই কি আমার দেশ?
মুক্ত মনা স্বাধীন বিষয়
হয় না যেন শেষ।