নিজের ভেতর অদম্য এক
সাহস ভরা আছে
এগিয়ে যাও তারই পাশে
দাঁড়াও আরো কাছে।
সেই সাহসে নিজের জগত
মনোজগৎ গড়ে
মৌল মোহ মানুষ খুঁজে
মেলামেশা করে।
সেই জগতে ফুল ফোটে রোজ
পাখি ডানা মেলে
দিগন্ত তার নিশান ওড়ায়
রুক্ষ মাটি ফেলে।
সেই নিশানে আকাশ আলো
একলা একা থাকে
মুখ তুলে চায় অনেক জীবন
দূর মোহনার ফাঁকে।
এসো এসো ঐ ভেতরে
আমার জগত তুমি
মোহন বাঁশি রাতের তারা
পূর্ণ হৃদয় ভূমি।