দুদিনের হোক কিংবা অসীম
এই দুনিয়ায় থাকা
সবার জন্য বইব আমি
ভালো মনের ঝাঁকা।
চক্কর কেটে যাচ্ছি তবু
খেলছি রঙ্গ খেলা
নিজের স্বার্থ করতে পূরণ
ছুটছি সারাবেলা।
আমরা যারা আসছি যাচ্ছি
থাকছি বিন্দাস ভারি
প্রভুর মতো যাই করে যাই
জোর দুনিয়াদারী।
রঙ্গ মঞ্চে যাওয়া আসা
এ তো আছে লেগে
তাই বলে সব মনমানিতে
যাচ্ছে মোটা দেগে।
এই দুনিয়া হৃদয় সুখে
শান্তি নিয়ে বাঁচা
নিজের খুশি স্বার্থপরের
গড়ো নাকো খাঁচা।