এই আষাঢ়ে বৃষ্টি এলো
গর্মি একটু পরে
কালো মেঘও কেটে গেলো
আকাশ আলো করে।
ঝিরিঝিরি টাপুর টুপুর
ভিজছে গাছের পাতা
খানিক পরে চড়া রোদে
লাগছে মাথায় ছাতা।
বৃষ্টি শেষে রামধনু রঙ
আকাশ ছেয়ে আছে
হঠাৎ আবার আঁধার করে
মেঘ এলো মেঘ কাছে।
ঝরঝরিয়ে টিপটিপিয়ে
বৃষ্টি পড়ে দূরে
আসছে আবার যাচ্ছে চলে
গাইছে হাওয়ার সুরে।
বৃষ্টি মেঘের লুকোচুরি
বর্ষাকালের শোভা
একটু ভিজি ভ্যাপসা গরম
দারুণ মনোলোভা।