আকাশের নীল রঙে মিশে যাই যদি
ঢেউ মাখা জল হয়ে বয়ে চলা নদী,
গাছপালা সবুজের সমারোহ যত
ঠিক যেন ফুটে হই ফুলেদের মত।

দূরে চাঁদ জোছনায় ভরে যায় সব
হিম পড়া বাতাসেতে ওঠে কলরব,
টগর কামিনী আর বকুলের মত
মানব মনের ফুল ফুটে উঠে যত।

হাঁসেদের জলকেলি শালুকের পাশে
মেঘ সাদা বলাকারা যায় আর আসে,
ধানখেতে ডাহুকের মত ডেকে উঠি
মাঠে ঘাস শিশিরের শুধু লুটোপুটি।

তালসারি সরুআল পথ খানি বাঁকা
সেই কবে বেহুলার সাথী হয়ে থাকা,
মরালীর একা খোঁজা দিনগুলি সাথে
কত কাজ, কাজ তাই উৎসবে মাতে।

ভ্রমরের আনাগোনা আমি যদি হই
সব ফুল সমাজের আমি তবে সই,
ভালো শুধু ভালো হয়ে জীবনের আশা
পথ ঘুরে পথে আমি হব ভালোবাসা।