বর্ষাকালে বিলে খালে
অল্প জমা জলে
কোলা ব্যাঙে ঘ্যাঁঘর ঘ্যাঁঙে
ডাকছে দলে দলে।
কত ব্যাঙে লম্বা ঠ্যাঙে
লাফায় ইচ্ছে মত
ডোবার জলে মাছের দলে
করছে খেলা কত।
ঝিরিঝিরি তিরিতিরি
পড়ছে বৃষ্টি ঝেঁপে
আলের ঘাসে ডোবার পাশে
উঠছে বাতাস কেঁপে।
ভিজে মাটি হাঁটি হাঁটি
ফিরছে মাথায় ছাতা
ব্যাঙের নাচে দূরে কাছে
দুলছে পদ্ম পাতা।
মেঘ বিকেলে স্বপ্ন মেলে
নীল আকাশে ভাসে
বৃষ্টি এলো গর্মি গেলো
এই আষাঢ়ের মাসে।