যুব সমাজ স্বপ্ন দেখুক
দেশ ও জাতি গড়তে
নিজের কাজে সত্য থাকুক
স্বপ্ন রঙিন করতে।

শক্তি সাহস দুর্বার গতি
বুকের মাঝে ধরতে
নিজের দেশকে আপন করুক
স্বচ্ছ সুন্দর রাখতে।

এগিয়ে থাক দেশমাতৃকার
সম্মান রক্ষা করতে
শপথ করুক সবুজ শ্যামল
দেশকে গড়ে তুলতে।

সবার সমান অধিকারে
মিলেমিশে থাকতে
দেশের সকল নাগরিক সব
সুস্থ জীবন রাখতে।

যুব সমাজ সামনে এলে
দেশ এগিয়ে থাকবে
স্বাধীন সেরা দেশকে সবাই
পারবে ভালোবাসবে।