ঈদের খুশি আকাশে চাঁদ
গরীব দুঃখীর সাথে
অহংকার আর হিংসা ভুলে
উৎসবেতে মাতে।
ঈদ মোবারক কোলাকুলি
ঈদগাহেতে যাওয়া
সিয়াম সংযম রোজার শেষে
হাসি খুশি পাওয়া।
এক ফালি চাঁদ দূর আকাশে
আজকে ঈদুল ফিতর
সম্প্রীতি আর সংহতি তাই
আসুক সবার ভেতর।
নতুন জামা ফিরনি সেমাই
গরীব দুঃখী জনে
ভাগ করে দেয় ঈদ আনন্দ
শান্তি খুশি মনে।
আত্মশুদ্ধি রমজানেতে
ভালোবাসায় ভরা
ঈদের নামাজ ভালো কাজের
হৃদয় শপথ করা।