এবার পুজোয় চাইছি আমি
দুর্গতি নাশ হোক
প্রতিবাদী কণ্ঠ জুড়ে
করব না তো শোক।
এবার পুজোয় নতুন জামায়
মুখোশ চেনা যাক
প্যান্ডেলেতে প্রশাসনের
আহ্বান ভরা থাক।
এবার পুজোয় সব মেয়েরা
দুর্গার মত হোক
নিধন করুক এই সমাজের
যত দুষ্টু লোক।
এবার পুজোয় কাশের বনে
শিউলি তলার ভোর
অধিকারে জাগুক মানুষ
পেতে নিজের জোর।
এবার পুজোয় মানবিক বোধ
ঠাকুর দেখতে যাক
পথে ঘাটে নারী পুরুষ
সম্মান হয়ে থাক।
এবার পুজোয় মানুষ তুমি
এসো রৌদ্র ছায়
অর্ঘ্য কমল মৃন্ময়ী সব
হৃদয় যেন পায়।