এবার গ্রীষ্মে এত গরম
ঝরছে শুধু ঘাম
আকাশে নাই একটুও মেঘ
এ কি বিধি বাম!
চারিদিকে রোদের তাপে
হচ্ছে কষ্ট খুব
ঠাণ্ডা জলের পুকুর পেলে
দিতাম একটা ডুব।
নদী নালা খাল বিলেতে
একটুও নাই জল
ইট পাথরের ভিড়ে কোথাও
নাই কো গাছের তল।
দাবদাহে পুড়ছে যেন
স্বস্তি কোথা পাই
বাইরে ঘরে ভীষণ তাপে
গাছের ছায়া নাই।
তবু চাইছি বৃষ্টি আসুক
কাটব না আর গাছ
মনোরম হোক এই পরিবেশ
থাকব গাছের কাছ।