এ পৃথিবী জীবন কথা
চাইছে তো সব ভালো
নিজের আঁধার সরায় ও যে
নিজের প্রভাত আলো।
ছন্দে চলা কাব্য রাঙা
দিন ও রাতের খেলা
সুখ কুড়াতে মানুষ বসায়
লোভ ও ক্ষোভের মেলা।
এ পৃথিবী তো গদ্যময়
ঠিক ভুল ছায়া তলে
নিজের খুশি গড়ো ও ভাই
শ্রম জীবনের কোলে।
পৃথিবী নয় মানুষ রাতের
কঠোর সে যে অল্প
রুটির খোঁজে দিন গোনা দিন
বিকেল রোদের গল্প।