জীবনের পাঠ শেখাতে পারি নি
নিজেও শিখেছি কিছু
তবু তার জন্য হয় না কখনো
কেউ কখনও নিচু।
যে যার পথেতে চলতে ফিরতে
শেখে জীবনের শিক্ষা
যতই চেষ্টা করে যাও তুমি
দিতে পারবে না দীক্ষা।
পশু পাখি ফুল সহজ ধর্মে
ঠিক সহবত শেখে
মানুষ মনের এক গুঁয়ে জেদি
ঠকেও শেখে না দেখে।
আম গাছে আম ফলে তা সত্যি
কাঁঠালে ফলে না আতা
কিন্তু দানব দত্যি শয়তান
মানুষের ফাঁদ পাতা।
মনের গভীরে আজও দেখেছি
সহজ সরল আছে
মানুষ সে সব শুধুই মানুষ
সব জীবনের কাছে।