ছোটো ঘরে থাকি সুখে
ভাবনা নাই যে কিছু
সকাল সূর্য ভরলো আলোয়
যাই যে তারই পিছু।
তাকাই দূরে মাঠ খোলা মাঠ
সরু পথের বাঁকে
সবুজ পাতা শিশির ঘাসে
রামধনু রঙ আঁকে।
ফুল ফুটেছে ডাকছে পাখি
রোদ এলো তার পাশে
সারা আকাশ ঝলমলিয়ে
খুশির হাসি হাসে।
এ ঘর আমার আকাশ আলোয়
মানুষ জনের সুখে
ছোট্টো উঠান সবার সাথে
থাকে যেন বুকে।