বাগান জুড়ে গাছে গাছে
আমের এলো বোল,
বইছে মলয় কিশলয়ে
দোল এসেছে দোল।
ডাকছে কোকিল কুহু কূজন
এবার দুয়ার খোল
একলা একা খুঁজছে সঙ্গী
দোল এসেছে দোল।
পলাশ লালে, লাল মাটিতে
উঠছে আধো বোল
আবির রাঙা শিমুল ফুলে
দোল এসেছে দোল।
আকাশ নীলে মাটির মানুষ
দোদুলদোলে দোল
কৃষ্ণচূড়ায় রাধাচূড়ায়
দোল এসেছে দোল।
ফুল ফাগুনে লাল আবিরে
ইচ্ছে হৃদয় তোল
রঙে রঙে রঙিন হবো
দোল এসেছে দোল।