ঢ্যাম কুড়া কুড় বাদ্যি বাজে
সবাই দেখি পুজোর সাজে,
নতুন নতুন জামা পরে
ঘুরছে সারারাত।
ঢ্যাম কুড়া কুড় বাদ্যি বাজে
প্যান্ডেলে যাই সবার মাঝে,
দেখি কত কারুকাজে
শিল্পী লাগায় হাত।
ঢ্যাম কুড়া কুড় বাদ্যি বাজে
কাজের মেয়ে বাসন মাজে,
একটু দূরে পাড়ার পুজো
দেখতে যাবে পরে।
ঢ্যাম কুড়া কুড় বাদ্যি বাজে
সক্কলে আজ খোশ মেজাজে,
খুশির আলো চারিদিকে
ছড়ায় সবার ঘরে।
ঢ্যাম কুড়া কুড় বাদ্যি বাজে
মেয়েরা সব একটু লাজে,
ব্যস্ত পুজোর আয়োজনে
রাখছে মনে আশা
ঢ্যাম কুড়া কুড় বাদ্যি বাজে
উৎসব হয় এ সমাজে,
সবার সমান আনন্দেতে
থাকে ভালোবাসা।