হেমন্তকাল এসে গেছে
কৃষক কাটছে ধান
বাংলার ঘরে নবান্নে আজ
উঠছে খুশির গান।
উঠোনখানি পরিপাটি
নিকানো চারদিক
পাকা ধানের সোনা রঙে
চোখ করে চিকচিক।
নরম রোদে হিমেল হাওয়া
ছড়ায় মিঠে সুর
পাকা ধানের গন্ধে কৃষক
খুশিতে ভরপুর।
ধান এসেছে ধান এসেছে
ভরছে গোলা বেশ
কৃষক মনে আনন্দ তাই
খাবে সারা দেশ।
এমনি করে গাঁয়ে গঞ্জে
চাষী করে চাষ
ধানের খেতে চল, এসেছে
অগ্রহায়ণ মাস।