চলো, ধান কাটি আজ
মাঠ গেছে ভরে
চারিদিকে সোনা রঙে
দেখো রোদ পড়ে।
নুয়ে পড়ে পাকা ধান
ঢেউ তুলে ডাকে
চাষী ভাই দেখে তাই
খুশি মনে থাকে।
আল পথ ছোটো গাঁয়ে
মাঝে ধান ক্ষেতে
সকলের হাসি মুখ
রাখা আছে পেতে।
গোছা খড়ে ধান ঝেড়ে
গোলা ভরে যাবে
চলো, ধান কাটি আজ
সারা দেশ খাবে।