স্বাধীন করতে দেশের শহীদ
রক্ত ঝরায় কত
তাই নাগরিক সুখ শান্তিতে
থাকছে নিজের মত।
দেশের এমন পরাধীনতার
নাগপাশ থেকে যারা
দেশ ভালোবেসে মুক্ত করেছে
সেলাম পাবেই তারা।
এ দেশের মাটি সোনার মতন
আজও রত্ন খাঁটি
সাজানো গোছানো সবুজ বনানী
সুন্দর পরিপাটি।
রক্ষা করতে বীর সেনানীর
সাহস বুদ্ধি বলে
আজও এগিয়ে থাকে যৌবন
ওই দেখো দলে দলে।
পদ্ম শালুক লাল সূর্যের
স্বাধীন শপথ ভাষা
দেশের গর্বে জীবনের চলা
দেয় সুখ ভালোবাসা।