বিজ্ঞ বলে দেখুন কি হয়
অজ্ঞ খুশি তাতে
ঝোলে না হোক অম্বলে তো
পড়বে খাবার পাতে।
দেখতে দেখতে চোখ পেকেছে
হচ্ছে না আর কিছু
যা হচ্ছে তা হচ্ছে ওদের
হিংসে লোভের পিছু।
বিজ্ঞ জাগে অজ্ঞ ঘুমায়
কি হয় কি হয় ভেবে
সারাটা রাত ফুল ফুটিয়ে
বেশি কি আর দেবে?
রোজ তবু তো ঘটছে কত
ভাবনা মন্দ ভালো
যা হোক তবু কোথাও কোথাও
পড়ছে দেখো আলো।
কিছু তো হয় প্রতি ক্ষণে
দেখুন বা না দেখুন
আসলে সব ভালোর জন্য
ভাবুন এবার ভাবুন।