দাদু বকলে দিদা থামায়
দিদা বকলে দাদু
দুষ্টুমিতে তাই তো আমি
পাই যে বাঁচার যাদু।
দিদা তখন মুখ ফুলিয়ে
রেগে বসে থাকে
দাদু একটা চকলেট দিয়ে
রাগ ভাঙায় তার ফাঁকে।
বাগান থেকে গোলাপ এনে
দিল খোঁপায় গুঁজে
সারা ঘরের ফোকলা হাসি
নিল আমায় খুঁজে।
সারাটা দিন কাছে থেকে
হাসি মজা করে
দুঃখ সুখে জড়িয়ে তাই
খুশি হয়ে ঝরে।
দাদু দিদার বয়স হলো
পেরিয়ে চার কুড়ি
সবুজ মনে আজও তারা
হয় নি বুড়োবুড়ি।
যাদের ঘরে দাদু দিদার
আছে এমন আলো
সেই সংসারে সব শিশুরা
আমার মতো ভালো।