ট্রেনে উঠে ছোটনবাবু
কি যে করে, ভাবে
কনফার্ম সিটে অন্য একজন,
কেমন করে যাবে?
সিটের জন্য তর্কাতর্কি
ভালোই চলতে থাকে
আঙুল তুলে টিকিটটি তার
দেখায় সে এক ফাঁকে।
টিকিট দেখে ছোটনবাবু
দাঁড়ায় চুপটি করে
আরো কাছে এগিয়ে যায়
ট্রেনটি ছাড়ার পরে।
সিট নম্বর তো সঠিক আছে
ট্রেন হয়েছে অন্য
হাওড়ার দিকে যাচ্ছে এ যে
নয় এ রাঁচির জন্য।
আসানসোলে হুড়োহুড়ি
দেখে ছোটনবাবু
গেটের দিকে ছুটছে সে যে
হয়েছে বেশ কাবু।