একা আসা একা যাওয়া
কে বা জানে কবে
নিরিবিলি জায়গাতে তাই
থেকে কি বা হবে?
চলো সবে হুল্লোড় করি
সব মানুষের সাথে
একটু আধটু রাগ অভিমান
হোক না যতই তাতে।
বলতে শুনতে হাসতে কাঁদতে
থাকতে সবার পাশে
বাঁচার লড়াই বিপদ বাধা
মানুষ ভালোবাসে।
শিক্ষা জ্ঞানে সবার সাথে
বাঁচার পথে শিখি
জীবন হল প্রতিবেশী
ভালোবাসায় লিখি।
থাকলে মানুষ আড্ডা গল্পে
কাটবে জীবন খানি
বেঁচে আছি তাই তো বাঁচি
মানুষ বাবুয়ানি।