ধান পেকে আছে লাগছে দারুণ
কাটছে চাষীর দল
মাঠ ভরে আছে সোনার ফসলে
দেখবি তো গাঁয়ে চল।
ছোটো আঁটি করে বয়ে নিয়ে যাবে
ভরাবে ধানের গোলা
হিমেল বাতাস শিশিরের রেখা
দেখো ধান শিস দোলা।
বাঁকা আলপথে ছোটো ঘাস আছে
পড়ছে রোদের আলো
ধীরে বায়ু বয় রামধনু রঙ
লাগছে ভীষণ ভালো।
পাকা ধান খেতে বলাকারা আসে
ইঁদুরেরা খুঁটে খায়
কার্তিক মাসে নবান্ন এলো
দেখবি তো চলে আয়।
সব গাঁয়ে আজ ফসলের খুশি
উৎসবে থাকে চাষী
সারা দেশ খাবে সোনার ফসল
গাঁয়ে চল, ভালোবাসি।