বাসন্তী রঙ ফুল বাহারে মলয় মুখোমুখি
ফাগুন দিনে পলাশ শিমুল আগুন রঙে সুখী।
কে চলে যায় আসছে কে যে দোকা হল একা
ঝিলমিলিয়ে গুণগুণিয়ে মুখোমুখি দেখা।
সেলাই করা পরাণ সুতো মৌমাছিদের ভিড়ে
নৌকা এসে প্রাণ দরিয়ায় লাগল নাগর তীরে।
কৃষ্ণচূড়ার পাশে দেখো রাধাচূড়া হাসে
চোখে চোখে চোখ ইশারায় হৃদয় ভালোবাসে।