এখন যে আর কেউ লেখে না
কোনো চিঠি পত্র
ভাব সাগরের কত কথা
বলত চিঠির ছত্র।
ভালো মন্দের আসত খবর
কাগজ মোড়া খামে
দুঃখ সুখের আকাশ পাতাল
লিখে যে যার নামে।
অক্ষরে তার উঠত ফুটে
প্রাণ আকুতি যত
আপন জনের পরবাসের
মন খারাপের ক্ষত।
না বলা সব কথার কথা
লিখতে মনের ফাঁকে
একটা চিঠি মান অভিমান
দাঁড়ায় জীবন বাঁকে।
ঠিকানা তার আকাশ আলো
লিখছে মনের ভাষা
একটা চিঠি হাজার গোলাপ
ছড়ায় ভালোবাসা।