ভুল করে আমি এই পথে আসা
নগ্ন রাতের তারা
পথের স্বপ্ন পথেই দেখেছি
তাই আমি পথ হারা।
অনেক কালের ভগ্ন এ দিন
সইতে হবে যে সাজা
মানুষের বন, বনের মানুষ
সবাই পৃথ্বী রাজা।
কে কাকে ঠেলছে দেখছে আমাকে
আমিও দেখি নি তাকে
মেঘের আঁচলে বিদ্যুৎ রাশি
অভিমানে তাই ডাকে।
ইট পাথরের রুগ্ন প্রাসাদে
আমি কেন আজ আছি
সামনে দাঁড়িয়ে ভেতরে দেখেছি
কেউ নেই কাছাকাছি।
ভাবতে ভাবতে ভুল এই পথে
দেখি ঠিক চাঁদ হাসে
পৃথিবী দাঁড়িয়ে আমার জন্য
চিরদিন ভালোবাসে।