জীবন যখন ছদ্মবেশে
ইচ্ছে রঙে ভালোবেসে
দাঁড়ায় পাশে এসে
আকাশ উড়ান মাটির খোঁজে
মর্যাদা সুখ হৃদয় বোঝে
কাটায় জীবন হেসে।

জীবন তো নয় নিজের দেখা
অন্য অনেক পথে একা
চলছে দেখো নিজে
ভাবেনি যা ভাবতে বসে
দূর দিগন্তে তারা খসে
ঘটল এমন কি যে!

তবু অবাক ছদ্মবেশী
যেন মনে হয় ভিনদেশী
রাখছে মনে আশা
সুখের কাজল চোখে টেনে
ফেরার পথে দুঃখ এনে
চাইছে ভালোবাসা।

বহিরঙ্গে পড়লে ধরা
সব মানুষই মাটির গড়া
নগ্ন আকাশ আলো
তার মাঝে ঠিক দেখছে ছুঁয়ে
মন ফকিরা থাকছে ভুঁয়ে
আঁকছে নিজের ভালো।