গাইছে পাখি নিজের মত
ফুটছে ফুল গাছে
চলছে নদী আপন বেগে
গ্রামের খুব কাছে।
চাঁদের আলো জ্যোৎস্না ঝরা
আকাশ নীলে ভরা
সূর্য ওঠে নিজের তেজে
আঁধার আলো করা।
পাকা ফসল মাঠ ভরেছে
পুকুর ভরা জলে
প্রকৃতি তার খেয়াল মত
নিজের পথে চলে।
মানুষ তুমি শিখবে যত
জীবন হবে জানা
জানতে হলে পড়তে হবে
শিক্ষা ষোলো আনা।
মানুষকে তার পেশায় চিনি
পরিচিতির গুণে
এ পারি না ও পারি না
কি হবে আর শুনে?