এ বছরের চাওয়া পাওয়া
আগামী বা গত
নিজের কর্মের ফল বৃষ্টিতে
ভিজছি অবিরত।

সময় চলে ঘড়ির কাঁটায়
আমি চলি কাজে
আত্মশুদ্ধি হলেই পাওয়া,
চলবো মানুষ মাঝে।

ভুল অপরাধ ক্ষমা গুণে
চাইছি সবার আগে
ফুল ফোটা দিন আরো সুন্দর
দেখার দৃষ্টি লাগে।

খেতে পাক সব, পরুক পোশাক
থাকুক নিজের ঘরে
নতুন বছর হিংসা সরাও
শান্তি যেন ঝরে।

পাশের মানুষ আমার হৃদয়
বাঁধা থাক প্রাণ ডোরে
নতুন বছর মন খুশিতে
আবার জাগুক ভোরে।

এ বছরের আর কি চাওয়া?
পাওয়া অনেক বাকি
দেয় নি যারা, দিতেই হবে;
চলবে না আর ফাঁকি।

নতুন বছর নতুন দিনে
নতুন ভরসা আশা
সব পাওয়া যে পাওয়া হবে
পেলে ভালোবাসা।