চাঁদের হাসি আমার ছাদে
ছড়ায় মিষ্টি আলো
হিমেল হাওয়ায় রাত নিশীথে
লাগছে বড় ভালো।
আমার পাশে শূন্য আমি
তাকাই আকাশেতে
আবার যদি ডাক দিয়ে যাও
তুমি আসতে যেতে।
মন মোহনে জ্বলছে হৃদয়
মিলন সুখের আশা
কোজাগরের সময় যাপন
ঢালছে ভালোবাসা।
বিরহ তাই গন্ধ সুধা
দহন মনের মালা
ফুল বনে আজ জ্যোৎস্না ভাসে
সাজায় বরণ ডালা।
জ্বলতে থাকি প্রেম অনুরাগ
আমার ঘরে আমি
নিবেদনের চাঁদ সোহাগে
হৃদয় বড় দামী।