চলার সব পথ এসে মেশে
দুয়ার খুলে ঘরে
অজানা পথ পা বাড়িয়ে
ভাবছে নিজের করে।
স্রোত চলেছে সেই মোহনায়
যেখানে ঢেউ আসে
হাত বাড়িয়ে দাঁড়িয়ে কেউ
ফুলের মত হাসে।
অজানা তো কিছুটি নয়
মনের মোহ বাঁকা
মিলন মধুর মত বিনিময়
রহস্যে যা আঁকা।
বুকের ভেতর ঢেউ জাগিয়ে
যাচ্ছো কেন ভুলে
এই শ্রাবণে ফাগুন হাওয়া
আমরা রঙিন ফুলে।