কোন কিছুর সাধনা নাই
তবু এলাম চলে
হিরো হওয়ার সাধ জেগেছে
বলছি নিজের বোলে।
জন্ম থেকে শেখে না কেউ
এও যেমন সত্যি
শিখতে শিখতে কেউ দেবতা
কেউ হয়ে যায় দত্যি।
মানুষ হতে দেখেছি কম
পরের উপকারে
সাধনা যে করে সে তো
বাঁচে অধিকারে।
আমার ভেতর আমি কোথায়
ভাবতে সময় লাগে
সব কিছুতে নিজের চেষ্টা
বসতে সবার আগে।
নিজের খারাপ দেখতে শেখা
বড় কঠিন আশা
তবু আমি মুখ দেখিয়ে
চাইছি ভালোবাসা।