কষ্ট ব্যথার এ সংসারে
চাই না মরে যেতে
মানুষ মাঝে চাই যে শুধু
শান্তি ও সুখ পেতে।

রূপ অপরূপ এই পৃথিবী
দীপ্ত আলোর মাঝে
আরো নতুন দিগন্ত ফুল
ফোটায় সকাল সাঁঝে।

আকাশ মেঘে মাটি জলে
হাজার শিল্প কলা
দু চোখ মেলে দেখতে যে চাই
অনন্ত পথ চলা।

ঠাঁই যদি হয় সব হৃদয়ে
যুগের চক্র খেলা
মোহন সুরে প্রাণ ভরা প্রাণ
বসায় প্রাণের মেলা।

মানুষ মনের কান্না হাসির
খবরটুকু পেতে
অমর আমি চাই না হতে,
চাই না মরে যেতে।