চাই বা না চাই হচ্ছে এমন
ভাইকে মারছে ভাই
দয়া মায়া ভালোবাসা
হিংসায় পুড়ে ছাই।

সম্পর্ক সুখ বাঁধন এমন
পরস্পরের প্রাণ
কোথাও যেন প্রভুত্ব তার
রাখছে না তো মান।

শান্তি খোঁজে অপার্থিব
জমা করা ধন
কেউ রাখে না খবর কোনো
আছে কোথায় মন?

ক্ষমতা তার লোভ ছুঁয়ে যায়
ধ্বংস মৃত্যু! ভুল
ভাবে না সে মানুষ আপন
উঠোন ভরা ফুল।

নিজের থেকে শুরু করা
জীবন ফুলের চাষ
আমিও কি পেরেছি সেই
হিংসা জমির নাশ।