বৃষ্টির জন্য এখন কেন
হা-হুতাশ করছো,
রোদের তাপে গর্মি জ্বালায়
খুব গরমে মরছো?
ইট পাথরের ভিড় করেছো
গাছ কেটেছো কতো,
নাই সবুজে মরুভূমি
গড়ছো তোমরা যতো।
তাতেই তো মেঘ আসছে না আর
হচ্ছে নাকো বৃষ্টি,
চারিদিকে রোদে পুড়ছে
এ কি অনাসৃষ্টি।
আকাশে মেঘ বর্ষা শীতল
এ প্রকৃতির নিয়ম,
ধ্বংস করে ভেঙে চুরে
আনছো ডেকে গরম।
চাইছো বৃষ্টি চাইছি তবু
আসুক জোরে বৃষ্টি
জীবন বাঁচুক সহজ সরল
সুন্দর হোক এ সৃষ্টি।