বৃষ্টি তোমার সুখ যাপনে
নীল আকাশে ভেসে
সবুজ ঘাসে জল ফড়িংয়ে
উঠব আবার হেসে।
খালে বিলে নদী নালায়
কলমী শাকের ডাঁটা
খুব গরমে প্রাণ বাতাসে
এলো জোয়ার ভাটা।
বৃষ্টি যেন আদর ছোঁয়া
মাটির বুকে এলো
ঝরঝরিয়ে ঝমঝমিয়ে
জল ভরিয়ে গেলো।
বৃষ্টি তোমার বন্দনাতে
ভিজছি বিকেল বেলা
জানলা ছুঁয়ে এক ছাতাতে
যত প্রেমের মেলা।
বৃষ্টি রোদে রামধনু রঙ
আকাশ পারে আসে
টাপুর টুপুর শব্দ নূপুর
শুধু ভালোবাসে।