মুষলধারে বৃষ্টি পড়ে
ঝমঝমাঝম শব্দ করে
সারা উঠোন জুড়ে
কখনও বা ঝিরিঝিরি
বইছে বাতাস তিরিতিরি
গাইছে মিষ্টি সুরে।
কালো মেঘে টাপুর টুপুর
ঢাকছে আকাশ রৌদ্র দুপুর
বৃষ্টি এলো দেশে
বর্ষা মাসের রূপ অপরূপ
ভ্যাপসা গরম পুকুরে ডুব
শীতল হয়ে মেশে।
মরা নদীর ভরা মাসে
বান ও বন্যা জোয়ার আসে
কদম কেয়া ফুলে
মন উড়ানে আকাশ মেঘে
একটু হাওয়া বৃষ্টি বেগে
যাই না তো প্রেম ভুলে।
চারিদিকে ভেজা মাটি
জমা জলে হাঁটি হাঁটি
বৃষ্টি সুখের ধারা
রামধনু রঙ ইলশেগুঁড়ি
টিপির টিপির স্বপ্ন পুরী
হৃদয় আত্মহারা।
মেঘ দূত এলো যক্ষ দিনে
পাহাড় ঝর্ণা মেঘের ঋণে
বৃষ্টি গল্প করে
ভিজছে গাছের সবুজ পাতা
দুটি মনের একটি ছাতা
ফিরছে বিকেল ঘরে।