বর্ষা এলো ভরসা জাগে মনে
পড়ছে বৃষ্টি জনপদে বনে,
মাঠ ফসলে দূরে সবুজ ঘাসে
ওই দেখো ওই বৃষ্টি কেঁপে আসে।

টাপুর টুপুর শব্দ টিনের চালে
কদম কেয়া দুলছে গাছের ডালে,
বৃষ্টি জলে স্নান করে যায় পাতা
চলতে পথে রাখছে হাতে ছাতা।

সোঁদা মাটির গন্ধ আসে নাকে
মন ছুঁয়ে যায় ঝাপসা পথের বাঁকে,
বর্ষা যেন সৃষ্টি সবুজ মাঠে
জল ভরে যায় তাল পুকুরের ঘাটে।

আষাঢ় মেঘে শ্রাবণ ঘনায় দূরে
বৃষ্টি নূপুর বাজছে মনের সুরে,
কত প্রেমের গল্প হয়ে যাওয়া
বৃষ্টি সুখে সব কিছু সব পাওয়া।