বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সারাটা দিন ধরে
জানলা দিয়ে আকাশ কালো
দেখছি দু চোখ ভরে।
গাছগুলো সব করছে স্নান
দুলছে দো দুল পাতা
দু একটা লোক ফিরছে ঘরে
মাথায় দিয়ে ছাতা।
মাঠের ধারে জল জমেছে
যাচ্ছে না ঘাস দেখা
জানলা দিয়ে বৃষ্টি ছুঁয়ে
থাকছি ঘরে একা।
কুকুরগুলো ভিজছে জলে
ঝাপসা দেখি দূরে
একটানা এই শ্রাবণ ধারা
পড়ছে নুপূর সুরে।
বাইরে গিয়ে সবার সাথে
ভিজতে ইচ্ছে করে
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সারাটা দিন ধরে।