সাজল যখন মেঘের ভেলা
অনেক দূরে আকাশে
বৃষ্টি মেয়ে টাপুর টুপুর
গাইছে সুরে বাতাসে।
গাছের পাতায় রিনিঝিনি
নাচছে সে যে সবুজে
গড়িয়ে যায় স্রোতের দিকে
মন মোহনার অবুঝে।
বৃষ্টি মেয়ে জানলা ধারে
আমার মনকে রাঙাতে
অনেক দিনের অভিমানের
চাইছে সে মান ভাঙাতে।
বৃষ্টি মেয়ে রিমঝিমিয়ে
শব্দ ছড়ায় নূপুরে
বুকের ভেতর ঝাপসা আলো
উদাস করে দুপুরে।
বৃষ্টি মেয়ে টিপটিপিয়ে
খোল রে মনের দরজা খোল
আমরা দুজন বর্ষা মেঘে
ভালোবাসায় খাব দোল।