মেঘ মেদুর আজ বর্ষার দিনে আকাশ ঘন কালো
আয় লো সখি মন বিহারে লাগছে ভীষণ ভালো।
চল উড়ানের বৃষ্টি ভেজা জমা জলের সাথে
চোখ রেখে চোখ মিষ্টি হাসি হাতটি ধরে হাতে।
যক্ষ বিধুর প্রাণ পিয়াসা বৃষ্টি সুখের ক্ষণে
টাপুর টুপুর ঝমঝমাঝম সবুজ পাতার বনে।
আমরা আবার সোঁদা গন্ধে মাটির কাছাকাছি
থাক ছাতা থাক বৃষ্টি বিকেল এই তো পাশে আছি।
কোন সে দিনের কত কথা বলছে ঝিরিঝিরি
মেঘ পিয়নের বৃষ্টি নূপুর নাচছে তিরিতিরি।
মেঘ মেদুর এই বর্ষা সখি আকাশ হয়ে এসো
ফোঁটা ফোঁটা বৃষ্টি মধুর আমায় ভালোবেসো।