বৃষ্টি ঝড়ে ভিজছে দেখো
মিষ্টি ছেলের দল
হল্লা করে খেলছে ওরা
মারছে পায়ে বল।
হড়কে পড়ে গড়াগড়ি
দিচ্ছে ওরা খুব
ঝমঝমাঝম বৃষ্টি যেন
কাদার মধ্যে ডুব।
দুষ্টু বলে ভাবছে যারা
পায় নি শিশু কাল
বয়স ওদের ভিজবে যত
পাবে জীবন তাল।
যদিও আর যায় না দেখা
শহর পাড়া গাঁয়
খুঁজছে মাঠ আর বৃষ্টি দুপুর
যদি ছুটি পায়।