বৃষ্টি খুকি মিষ্টি রে তুই
বৈশাখ মাসে এসে
ঝিরঝিরিয়ে ঝমঝমিয়ে
পড়্ না ভালোবেসে।

ঘন কালো মেঘ বিকেলে
পেয়েছি তোর দেখা
গরম থেকে রেহাই দে তুই
রাখিস নে আর একা।

সবুজ পাতা রুক্ষ মাটি
দে ভিজিয়ে ওরে
টাপুরটুপুর শব্দ নূপুর
পড়্ না এবার জোরে।

বৃষ্টি খুকি ছিঁচকাঁদুনে
কদম কেয়া ফুলে
খুব গরমে অতিষ্ঠ প্রাণ
যাস কেন তুই ভুলে।

সূর্য মেঘের লুকোচুরি
বৃষ্টি খুকির আসা
রোদের ফাঁকে রামধনু রঙ
ছড়ায় ভালোবাসা।