বসন্ত তার রূপের রেখা
আঁকে গাছের ফাঁকে
শিমুল পলাশ লালে লালে
দাঁড়ায় পথের বাঁকে,
ডাকে কোকিল কুহু কুহু
কিশলয়ের মাঝে
দূর দিগন্ত রঙ পাহাড়ে
সাজে সকাল সাঁঝে।
মন চলে যায় বাইরে কোথাও
পথ হারানোর দিকে
আকাশ নীলে আলোর মেলা
আর থাকে না ফিকে।
সর্ষে ক্ষেতে পড়ছে ঢলে
রঙের রাশি রাশি
বসন্ত আজ ডাকছে ফুলে
বলছে ভালোবাসি।