নতুন বছর নতুন দিনের
নতুন ভোরের আলো
নতুন ভাবনা নতুন সূর্য
চাইছে সবার ভালো।
ক্যালেন্ডারের পাতা উল্টে
নতুন বরণ করি
সেই পুরাতন ভাবনা নতুন
নতুন জীবন গড়ি।
পুরাতন আর নতুনের হোক
মিলন মালা গাঁথা
বর্ষ বরণ মহা ধুমধাম
খুশির উড়ান পাতা।
আজ শিশুরা বড় হবে
তারিখ বদলে যাবে
নতুন বছর নতুন আশায়
কত কিছু পাবে।
নত হওয়া আর উন্নত শির
ভুল অপরাধ ভুলে
সবার জন্য শান্তি আসুক
বর্ষ বরণ ফুলে।