সান্তা আনবে খেলনা খাবার
সেই আশাতে শিশুর দল,
বসে আছে রাত দুপুরে
মনে হাসি বুকে বল।
খেলতে খেলতে কেক খাবে সব
আজকে যিশুর জন্ম দিন,
সবার জন্য চাইছে ভালো
থাকবে না কেউ দুঃখী দীন।
সব শিশুদের সান্তা প্রিয়
বাক্স ভর্তি উপহার,
বড়দিনের শুভ ক্ষণে
কেটে যাবে অন্ধকার।