বড় হওয়ার ভাবনা কি তার
কে আর অত জানি
অন্যে ভাবে করছে কেন
ও শুধু মনমানি।
মানুষের হয় পরিচিতি
বিদ্যা বুদ্ধি জ্ঞানে
পড়াশুনা করলে তবে
থাকে সে সম্মানে।
টাকা পয়সা ধন ও দৌলত
আসবে তারই সাথে
মর্যাদাতে সুউচ্চ পদ
গড়বে নিজের হাতে।
বড় হওয়ার এই ভাবনাতে
পড়াশুনা আছে
তারই মাঝে নিজস্বতা
থাকলে আরো কাছে,
মানুষ হবে মানুষ মত
মানবিক গুণ ভরা
দেশের জন্য দশের জন্য
কাজের সেবা করা।