বড় হওয়ার রাস্তা দুটো
হয় পড়ো নয় গড়ো
দুটো ক্ষেত্রেই শিক্ষা নিতে
বইকে আপন করো।
বই ছাড়া কেউ হয় কি বড়
জ্ঞান গরিমায় উঁচু
বাড়ি গাড়ি টাকা পয়সা
নয়তো তেমন কিছু।
বই বাদ দিয়ে যা পাওয়া যায়
ক্ষণস্থায়ী সবই
বইয়ের পৃষ্ঠায় আঁকা আছে
জীবনের সব ছবি।
সারা জীবন পড়াশুনা
আর পরীক্ষা সাথে
তবেই মানুষ এগিয়ে যায়
জীবনের মৌতাতে।
পড়ব না আর চাইব অনেক
খ্যাতি খাতির আশা
মিলবে না তা কাটবে জীবন
পতন ভালোবাসা।