নাচছে হাতি নাচছে ঘোড়া
নাচছে গাধার দল,
বাঘ ও সিংহ দেখে মানুষ
বলছে পালাই চল।
কোথায় যাবে ঝুলছে বানর
সবুজ গাছের ডাল,
শেয়াল এবং নেকড়ে হায়না
দিচ্ছে তালে তাল।
বুনো শূকর পেখম ময়ূর
তিড়িং লাফায় খুব,
জেব্রা সাথে হরিণও দেয়
সবুজ ঘাসে ডুব।
বর্ষা শেষে শরৎ আসে
সবুজ ভরা গাছ,
বনে বনে পশু পাখি
করতে থাকে নাচ।